Published : 11 Dec 2017, 08:59 PM
সোমবার সন্ধ্যায় উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান।
গুলিবিদ্ধ সৈয়দ সুলতান মৃধাকে (৫৭) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এছাড়া আহত উপজেলার নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক বজলু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আজিজুর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য সালাম সিকদারের সঙ্গে সুলতান মৃধার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এর জেরেই সন্ধ্যা ৭টার দিকে সালাম সিকদার দলবল নিয়ে মহেষপুর বাজারে হামলা চালায়।
“এক পর্যায়ে সুলতান মৃধাকে গুলি করেন সালাম সিকদার।”
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।