Published : 18 Jan 2018, 11:13 PM
র্যাব ৯-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপটিলা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজনা মিয়া (২৭) তাহিরপুর উপজেলার গুটিলা গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
র্যাব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।
“তার কাছ থেকে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। সুজন বিভিন্ন সময় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে। সে সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে। অনেক সময় সে এই অস্ত্র ভাড়া দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
তার বিরুদ্ধে তাহিরপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।