Published : 10 Feb 2018, 08:02 PM
উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ সদস্য মিস্টার মিয়া জানান, শনিবার দুপুরে তার ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী ওই গ্রামের ফকির আলীর মেয়ে। সে স্থানীয় গোবরিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
মিস্টার মিয়া নিহত সাথীর পরিবারের বরাতে বলেন, দুপুরে স্কুল থেকে ফিরে ঘরের পাশে জাম্বুরা গাছের ডালে রশি দিয়ে ঝুলানো দোলনায় দুলতে যায় সাথী। এ সময় হঠাৎ করেই দোলনার রশিতে ফাঁস লেগে যায়। আশপাশের লোকজন উদ্ধার করতে করতেই তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ নেই জানিয়ে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক বলেন, এটা দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের সদস্যরা লাশ দাফন করেছে।