Published : 16 Feb 2018, 12:51 PM
শুক্রবার চট্টগ্রাম র্যাব-৭ এর কর্মকর্তা মেজর রুহুল আমীন এ কথা জানান।
আটকরা হলেন- থুইচা মং মারমা (৩৬), চাইমুং মারমা (৩৬), এক্য মারমা (৩৯) এবং মিফং মারমা (৪৫)।
মেজর রুহুল বলেন, “লামার ফাসিয়াখালীতে পাহাড়ে র্যাব এবং সেনাবাহিনীর একটি দল যৌথভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় ২৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করে।”
র্যাব কর্মকর্তার দাবি, আটকরা সকলেই অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বান্দরবানের লামা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।