Published : 21 Feb 2018, 01:31 PM
বুধবার বেলা ১টার দিকে উপজেলার গাবতলীতে এ দুর্ঘটনা ঘটে বলে নিয়ামতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- নিয়ামতপুরের মায়াকুড়ি গাবতলী গ্রামের আনিছুর রহমান (৪০) ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলীনগর বাঙ্গাবাড়ি গ্রামের সুজন হোসেন (২৫)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরা হলেন- নিয়ামতপুরের রাউতারা গ্রামের ছানাউল হক (২৫), মাইনুল ইসলাম (৩০), আলীনগর বাঙ্গাবাড়ি গ্রামের মিঠুন হোসেন (২৫) ও মাইনুল হোসেন (৪০)।
ওসি রফিকুল বলেন, দুপুরে গাবতলীতে আবুল সোনার পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের করছিল কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে ছাদের একপাশ ধসে পড়ে ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।