Published : 21 Apr 2018, 07:09 PM
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা শনিবার এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন আতাউল হোসেন (৩০), মো. মোহন খান (৩৫), ওয়াহিদ আলম (৩২) ও বাদল (৩০)।
ইউএনও আব্দুল আজিজ ভূঁঞা বলেন, একদল পর্যটক মনপুরায় এসে বিভিন্ন স্পটে পাখি শিকার করছেন খবর পেয়ে অভিযান চালানো হয়।
“হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের চৌমহনী মোড় সংলগ্ন রাস্তার উপর পাখি শিকার করা অবস্থায় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি এয়ারগান ও একটি তিলা ঘুঘু জব্দ করা হয়েছে।”
ইউএনও বলেন, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাখি শিকারি মো. মোহন খান, ওয়াহিদ আলম ও বাদল প্রত্যেককে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া তাদের সঙ্গে থাকা গাজা বহনকারী আতাউল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি জানান।
অভিযান পরিচালনার সময় হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, বন কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল, হাজির হাট ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা মো. মিলন উপস্থিত ছিলেন।
দণ্ডিতদের বাড়ি বরিশাল, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। তারা মনপুরা বেড়াতে এসেছেন।