Published : 26 Apr 2018, 08:13 PM
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার জানান।
এরা হল লক্ষ্মীপুর গ্রামের জানু দেওয়ানের মেয়ে উম্মে জিয়াদ (৭) ও আকবর দেওয়ানের মেয়ে আরদিয়া আক্তার (৬)। তারা চাচাত বোন।
ইউপি চেয়ারম্যান বলেন, দুপুরে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে করতে যায় তারা। গোসলে নেমে পুকুরের পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা বাড়িতে এসে খবর দেয়।
“এরপর স্বজনেরা পুকুর থেকে জিয়াদ ও আরদিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।”