Published : 01 May 2018, 04:00 PM
নিহত আবু সাঈদ (৩৫) উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার এলাকাবাসীর বরাতে বলেন, “সোমবার রাতে সাঈদ লাউর ফতেহপুর গ্রামে ফরিদ মিয়ার বাড়িতে চুরি করতে যান।
“বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী গিয়ে তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
সাঈদের নামে ধর্ষণ, হত্যা ও চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “সাঈদ এলাকায় ‘সাঈদ্দা চোরা’ নামে পরিচিত বলে এলাকাবাসীর দাবি।”