Published : 04 May 2018, 04:50 PM
শুক্রবার সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান।
মৃত ইমরান মিয়া (১১) ওই এলাকার মো. জজ মিয়ার ছেলে। স্থানীয় সুফিয়াবাদ শাহ সুফি সৈয়দ আজমতউল্লাহ সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে
তার স্বজনরা জানান, ইমরান বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে নামে। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।