Published : 18 May 2018, 03:34 PM
শুক্রবার সকালে বাকেরগঞ্জ বাসস্টন্ড এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরলাল মাঝির ছেলে গোপাল মাঝি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।