Published : 02 Jun 2018, 04:14 PM
শনিবার কমলগঞ্জ সড়কের বটের মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান।
নিহত উত্তম ভট্টাচার্য্য পিংকু (৫০) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের সুধীর ভট্টাচার্য্যের ছেলে। কমলগঞ্জের মুন্সিবাজারের দেবীপুরে শ্বশুর বাড়িতে থেকে সূর্য্যের হাসি ক্লিনিকে চাকরি করতেন।
পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, উত্তম ঠেলাগাড়িতে করে খড় নিয়ে যাচ্ছিলেন। বটের মিল এলাকায় মৌলভীজাবারগামী একটি বাস পেছন থেকে ঠেলা গাড়ির পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঠেলা গাড়ির সামনে থাকা উত্তম গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে বাসটিও রাস্তার পাশে উল্টে পড়লে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।