Published : 24 Jul 2018, 05:14 PM
নিহত মো. আবু তাহের মিয়া (৬৫) মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মাহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তাহেরের ছেলে হোসাইন মিয়া (২৫) আহত হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, তাহের ও তার ছেলে মোটরসাইকেলে করে জগদীশপুর থেকে মাধবপুর যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাহের নিহত হন। আহত হন তার ছেলে হোসাইন মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। তাহেরের লাশ মর্গে আর হোসাইনকে হাসপাতালে পাঠান তারা।