Published : 01 Aug 2018, 06:12 PM
বুধবার দুপুরে উপজেলার চরভবসুর ঠুটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে দেওয়ানগঞ্জ থানার এসআই শহিদুর রহমান জানান।
শিশুটিকে (১২) জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই শহিদুর বলেন, মেয়েটি বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়। একই এলাকার তারা শেখের বাড়ির সামনে দিয়ে যাওয়া সময় তার ছেলে শফিকুল ইসলাম (৩৫) মেয়েটিকে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে।
“শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে শফিকুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
“ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”