Published : 20 Aug 2018, 09:28 PM
সোমবার রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ জানান।
নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সুনামগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার আবুল হোসেন (৩০), আবদুল মিয়া (২৪), মোবারক মিয়া (১৮), সুজন মিয়া (২২) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)।
নিহত সবাই লেগুনার আরোহী। ঈদ উপলক্ষে তারা বাড়ি যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
“এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ আট আরোহী নিহত হন। আহত হয় অন্তত ১০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ গিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, “ঈদকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক যানজটমুক্ত থাকায় যাত্রীবাহী বাস ও লেগুনাটি দ্রুতগামী হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।”