Published : 29 Aug 2018, 02:36 PM
বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার বৈশ্বামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো.হোসেন সরকার জানান।
নিহতরা হলেন রুবিনা নূর (৫০), তার মেয়ে সাবিনা নূর (২৬) এবং সাত মাস বয়সী শিশু ইয়াছিন। নিহতরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও ময়মনসিংহ সদরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে ১৪ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন বাবুল মিয়া (৩০), শাকির (২৮), হাফিজ (৫০), মনোয়ারা (৫০), ফয়সাল (১৬), রেহেনা (৩০), রাশেদ (২৮), হোসেন (৪০), গিয়াস (৩৬), বাবুল (৬৪), সালাউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (২৬), সুমন (৩০) ও খায়ের (১০)।
ওসি হোসেন সরকার বলেন, এনা পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বৈশ্বামুড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির তিনযাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।