Published : 10 Sep 2018, 07:27 PM
জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ৪টার দিকে চানপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত শাহ জালাল (২৫) ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের আল আমিন (৩০) ও শাহ কামাল (৪০)। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, বিকালে গ্রামের পাশে একটি খালে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে জালাল ঘটনাস্থলেই মারা যান। আর আমিন ও কামাল আহত হলে তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।