Published : 13 Nov 2018, 01:37 PM
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার তামাই কলিয়াপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত নার্গিস খাতুন (৪৫) ওই গ্রামের কোরবান আলীর স্ত্রী।
ওসি আনোয়ারুল বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার পর থেকে তার ছেলে (১৭) পলাতক। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে।