Published : 24 Nov 2018, 01:18 PM
নিহত নূরজাহান বেগম (৭০) উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গা হাতিমোহন গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ওসি আজমল হুদা বলেন, শনিবার ভোরে তার নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
“কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।”
জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, পুলিশ খুনি ধরার চেষ্টা করছে। লাশ ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।