Published : 21 Dec 2018, 09:23 PM
শুক্রবার দুপুরে তারা লালমোহন ঊপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। দুই তারকা আসার খবর শুনে বহু মানুষ রাস্তার দুই পাশে ভিড় করে।
এ সময় নৌকার পক্ষে ভোট চান এই নায়ক-নায়িকা।
ফেরদৌস বলেন, “উন্নয়নের মার্কা শেখ হাসিনার মার্কা। নূরুন্নবী চৌধুরী শাওনের মার্কা শান্তির মার্কা নৌকা। নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।”
নূরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী। গণসংযোগের সময় তিনি নায়ক-নায়িকার সঙ্গে ছিলেন।