Published : 31 Dec 2018, 05:53 PM
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
তবে খুনি বা নিহতদের সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।
পুলিশ সুপার বলেন, “পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে—প্রাথমিকভাবে এটুকু জানা গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কিরণ মিয়া জানিয়েছেন, নিহতরা হলেন রামপুর গ্রামের কৃষক মো. বরজু মিয়া (৬২) ও মো. অহিদ মিয়া (৪২)।
চেয়ারম্যান বলেন, “পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ-লোকজনের হামলায় তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
তবে প্রতিপক্ষ কারা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এলাকাবাসী বলছে, রোববার ভোটের মাঠে কথাকাটাকাটির জেরে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে।