Published : 20 Jan 2019, 02:01 PM
উপজেলার কুরমা চা বাগানের এক শ্রমিকের ঘর থেকে শনিবার রাতে মূর্তিটি উদ্ধার করা হয় বলে মৌলভীবাজার বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান।
তিনি বলেন, গোপন খবরে জগদীশ রাজধরের ঘর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।পরে সেটি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জগদীশ মূর্তিটি পাচারের জন্য সংগ্রহ করেছিলেন বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
তবে জগদীশের ভাষ্য, মূর্তিটি পূর্ব পুরুষের আমল থেকেই তাদের কাছে রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, “তিন কেজি ৮৫০ গ্রাম ওজন এবং ১২.০৫ ইঞ্চি উচ্চতার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৮৫ হাজার টাকা।”
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।