Published : 27 Jan 2019, 04:37 PM
উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের শরীফ মোল্যার বাড়ির পিছনের সেপটিক ট্যাংক থেকে শনিবার রাত ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয় বলে সখিপুর থানার ওসি মো. এনামুল হক জানান।
নিহত আলামিন (১০) ওই ইউনিয়নের বাহেরচর মোল্যাকান্দি গ্রামের স্বপন মাঝির ছেলে এবং মোল্যা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আলামিন গত ১৭ জানুয়ারি রাতে পাশের এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর তেকে সে নিখোঁজ ছিল। পরদিন সকালেও সে বাড়ি না ফেরায় পরিবার ও স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে।
পরে সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ আলামিনকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। এ পর্যায়ে স্বজনেরা ওই সেপটিক ট্যাংকে আলামিনের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।