Published : 22 May 2019, 09:37 AM
নিহত নাজমুল হোসেন (৩০) গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের ৫টি মামলা রয়েছে গাংনী থানায়।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলছেন, মঙ্গলবার রাত ২টার দিকে করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘দুই দল মাদক চোরাকারবারির মধ্যে গোলাগুলির’ মধ্যে নাজমুল নিহত হন।
“মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পরে সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে মাদক ব্যবসায়ী নাজমুল হিসেবে শনাক্ত করে।”
পরে সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ একটি পিস্তুল, এক কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে বলে জানান ওসি।
বামন্দী পুলশি ক্যাম্পের এসআই বুলবুল আহম্মদে জানান, নাজমুলের মরদহে ময়নাতদন্তরে জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।