Published : 16 Jul 2019, 11:05 AM
কলারোয়া থানার ওসি মুনীর উল গীয়াস মঙ্গলবার জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে এ দুঘটনা ঘটে।
নিহত কমলা রানী হালদার (৫২) ওই গ্রামের নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছের বাজারে পানি দেওয়া ও মাছ পরিস্কারের কাজ করতেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।