Published : 24 Jul 2019, 02:14 PM
উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, বুধবার সকালে উত্তরপাড়া গ্রামে মিল্লাত মিয়া নামে এই শিশুটির মৃত্যু হয়।
মিল্লাত ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
চেয়ারম্যান আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে মিল্লাত বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বেলা ১২টার দিকে সে নিখোঁজ হয়।
“স্বজনরা খোঁজাখুজির পর বাড়ির পাশে জমে থাকা বন্যার পানি থেকে তার লাশ উদ্ধার করে।”