Published : 08 Aug 2019, 01:30 AM
বুধবার রাত ৮ টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
নৌকাটিতে অন্তত ২৭ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস অনেককে জীবিত উদ্ধার করতে পারলেও নয়জনের খোঁজ মেলেনি।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান রাত ১টায় স্থগিত করা হয়। সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে ইউএনও জানান।