Published : 07 Nov 2019, 11:56 AM
বৃহস্পতিবার ভোর রাতে জেলার কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রফিকুল ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নিশ্চিন্তপুর গ্রামে ডাকাতদল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
প্রথমে আটকের কথা উল্লেখ করে তিনি বলেন, “রফিকুল ডাকাত দলের সদস্য।”
পরে তার ভাড়া বাসা থেকে রাম দা, হাসুয়া, চাপাতি, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
রফিকুলের নামে বিভিন্ন থানায় পাঁচটির বেশি মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব মামলার মধ্যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় পাঁচটি এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।