Published : 16 Nov 2019, 10:06 PM
আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মইনুল হোসেন জানান, শনিবার বেলা পৌনে ৩টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
স্টেশন মাস্টার মইনুল বলেন, ওই নারী রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ওই লাশ নিয়ে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।