Published : 12 Jan 2020, 01:22 PM
রংপুর র্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পীরগঞ্জের মিঠাপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের মেডিকেল মোড় এলাকা থেকে আগেরদিন বিকালে আলমগীর হোসেন ওরফে বারী মণ্ডলকে (৫০) তারা গ্রেপ্তার করেন।
বারী ওই ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের আবু তৈয়ব মণ্ডলের ছেলে।সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির চক্রে নেতৃত্ব দিয়ে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১ হাজার ৭৬০টি ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা বারী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।