Published : 30 Jan 2020, 07:36 PM
বৃহস্পতিবার জামালপুর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাও করেছে র্যাব।
আটক সুজন মিয়ার (২০) গোপীনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে এবং দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ছাত্র।
“ফেইসবুকের ম্যাসেনজারে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের সাথে প্রতারণা করে আসছিল সুমন।”
তার কাছ থেকে ২০২০ সালের এসএসসির বিভিন্ন বিষয়ের ভুয়া প্রশ্নপত্র এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।