Published : 15 Feb 2020, 10:27 AM
নিহত আলীম মোল্লা (৬৫) মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজনদী গ্রামের মৃত রত্তন মোল্লার ছেলে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা কালনাগামী বাসটি ঘন কুয়াশার মধ্যে দিগনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আলীমের মৃত্যু হয়।