Published : 23 Feb 2020, 09:15 AM
রোববার সকাল সোয়া ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ি হাইওয়ে থানার পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, চন্দ্রা থেকে আজমেরী পরিবহনের একটি বাসে করে মেয়েকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ফাতেমা।
পথে মৌচাক এলাকায় পূর্বাণী গার্মেন্টের সামনে আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে আজমেরীর বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়।
তাতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে পরিদর্শক মুজিবুর রহমান জানান।