Published : 05 Nov 2020, 04:48 PM
বৃহস্পতিবার দুপুরে তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, শিশুটির পরিবার থেকে অভিযোগ দায়েরের পর ইমাম আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আতিকুল (৩০) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড় জুম্মাপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
ওসি বলেন, বুধবার সকালে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামে স্থানীয় ঝাকুয়া পাড়া জামে মসজিদের মকতব পড়তে যান প্রতিবন্ধী শিশুটি। সেখানে বিশ্রাম ঘরে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ইমাম আতিকুল ইসলাম।
দেড় বছর আগে ঝাকুয়াপাড়া গ্রামের মসজিদে ইমামের দায়িত্বে যোগ দেন। তিনি সেখানে নামাজে ইমামতি করার পাশাপাশি সকালে স্থানীয় শিশু-কিশোরদের নিয়মিত আরবি শিক্ষা পাঠদান করে আসছিলেন।
এদিকে মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ে প্রতিদিন মসজিদের মকতবে পড়তে যায়। কিন্তু বুধবার মসজিদের ইমাম তার বিশ্রাম কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ওই শিশুকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির ওপর নির্যাতনের প্রাথমিকভাবে কিছু আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক বিভাগীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য জানা যাবে।
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধর্ষণের ব্যাপারে বেশি কিছু বলা যাচ্ছে না। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।