Published : 11 Feb 2022, 09:17 AM
দোহার থানার ওসি (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, মামলার পর বৃহস্পতিবার উপজেলার লটাখোলা এলাকা থেকে বাহারুল ইসলাম হিরু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
হিরু ওই এলাকার গুঞ্জর আলীর ছেলে।
মামলার বরাতে ওসি বলেন, “হিরুর স্ত্রী নবাবগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিশ বছর আগে হিরুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে নবম শ্রেণী পড়ুয়া ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই হিরু কয়েক দফায় শ্বশুরবাড়ি থেকে ১৮ লাখ টাকা যৌতুক ও ধার নেয়।
“ধারের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে সে আর টাকা ফেরত দেয়নি। এরপর বিভিন্ন সময় স্ত্রীকে টাকার জন্য চাপ দিত হিরু। মঙ্গলবার ওই শিক্ষিকা তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায়। এ সময় হিরু তার কাছে টাকা দাবি করে তাকে মারধর করে কাঁচি দিয়ে সব চুল কেটে দেয়।”
এক পর্যায়ে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে তার বাবাকে সবকিছু জানালে সে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ বুধবার ওই শিক্ষিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন বলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।