Published : 18 May 2025, 12:46 PM
নোয়াখালীর চাটখিল উপজেলায় হত্যাসহ একাধিক মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার মধ্যরাতে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশিকুর রহমান।
গ্রেপ্তার মো. খোকন ওই এলাকার টুকুন গাজী পালোয়ান বাড়ির প্রয়াত আলী আজ্জমের ছেলে।
তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০০টি ইয়াবা।
এসআই আশিকুর রহমান বলেন, খোকনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শনিবার খোকন নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে এমন সংবাদের ভিত্তিতে তার বসত ঘরে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রোববার সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে খোকনকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।