Published : 08 Jun 2025, 10:02 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে বনের মধ্যে একটি মৃত বন্য হাতির বাচ্চা পাওয়া গেছে।
রোববার বিকালে উপজেলার দাওধারা এলাকা থেকে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী জানান।
তিনি বলেন, রোববার বিকাল ৫টায় একদল বন্যহাতি দাওধারা এলাকায় আসে। এ সময় সেখানে একটি বন্যহাতি বাচ্চা প্রসব করে। এরপর বড় হাতিগুলো সরে গেলে সদ্য প্রসব হওয়া একটি বাচ্চা হাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পাওয়ার পর বনবিভাগের লোকজন এবং এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা এসে ওই মৃত বাচ্চা হাতিটিকে প্রসবকালীন সময়ের ময়লাসহ দেখতে পায়। তাই ধারণা করা হচ্ছে, ওই হাতির বাচ্চাটি প্রসবকালে মারা গেছে।
শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, সদ্য প্রসব হওয়া ওই হাতির মৃত বাচ্চাটি ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। ময়নাতদন্তের পর জানা যাবে ওই সদ্যপ্রসব হওয়া হাতির বাচ্চাটির মৃত্যুর প্রকৃত কারণ কী।