Published : 21 May 2025, 04:40 PM
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুটি খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা দোকান ও বসতঘর উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার সকালে উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল ও ছাগল ছিড়া খালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।
খালের জায়গা দখলমুক্ত ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমিপাকা ১০টি দোকান ও দুটি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অভিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।
সকালে সহকারী কমিশনার অভি দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খালের জায়গা দখলমুক্ত ও জলাবদ্ধতা দূর করতে অভিযান চালানো হয়। এ সময় ১০টি দোকান ও দুটি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়।
অভি দাশ বলেন, বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করে খাল দখল করে রাখা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন এবং মো. সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
গত বছরের অগাস্টের শেষ দিকে ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে যায়। পরে ফেনী ও নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল এ এলাকার বাসিন্দারা।