Published : 26 Jan 2025, 11:24 PM
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে আদর্শ সদর সেনাবাহিনী ক্যাম্প-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪), মো. সাব্বির হোসেন (২১), ছোটরা ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯), ধর্মসাগর এলাকার মো. অপু (৪২) এবং কালিয়াজুরি এলাকার রাকিব (২১)।
সেনাবাহিনী জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি দেশীয় এলজি, নয়টি কার্তুজ, চারটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি রামদা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশীয় রামদা, একটি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।