Published : 12 Dec 2024, 02:21 PM
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী একটি বাঁশবাগান থেকে ফেনসিডিল ভর্তি চারটি বস্তা জব্দ করেছে বিজিবি। তবে আটক হয়নি কেউ।
বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয় বলে জানান মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিল এনে সীমান্ত এলাকার একটি বাঁশবাগানে জড়ো রেখেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালায় ৫৯ বিজিবির শিয়ালমারা বিওপির বিজিবি সদস্যরা।
“এ সময় বাগানটিতে মালিক বিহীন অবস্থায় চারটি বস্তা পাওয়া যায়। সেগুলোতে রাখা ছিল ৩৯৪ বোতল ফেনসিডিল।”
জব্দকৃত ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।