Published : 23 Nov 2024, 07:44 PM
নাটোরে রংপুরগামী যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকার সমপরিমাণ জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে নাটোর সদরের চাঁদপুর এলাকা তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান, নাটোরের এসপি মো. মারুফাত হোসাইন।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের বাকেরগঞ্জের দুলাল মাদ্রাসা এলাকার আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারির শিবপুর গ্রামের আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া এলাকার মোস্তফা খাঁন (৪৩), ঝালুকাঠির রাজাপুরের কেওয়াতা এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার ফেরদৌস হাওলাদার (৩০)।
এসপি মারুফাত হুসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, আলু কিনতে রাজশাহী থেকে বাসে রংপুর যাচ্ছিলেন তারা।
গোপন সংবাদে শনিবার দুপুরে চাঁদপুর এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা পাওয়া যায় বলে এসপি জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, রংপুরে গিয়ে আলু কিনে জাল টাকায় মূল্য পরিশোধের পরিকল্পনা ছিল তাদের।
আরও জিজ্ঞাসাবাদে জাল টাকার কারখানার সন্ধান মিলবে জানিয়ে জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।