Published : 22 Apr 2025, 02:58 PM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নৌ কর্মকর্তা ও তার দুই মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনার চার দিন পর সোমবার রাতে আহতদের একজন বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেন বলে জানান রায়পুর থানার এসআই আবু হানিফ।
এর আগে বৃহস্পতিবার উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ঠাওদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
আহতরা হলেন- ওই এলাকার অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা আব্দুল মজিদ (৬৫), তার মেয়ে আমেনা আক্তার ও কলেজ ছাত্রী তানজিনা আক্তার। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আসামিরা হলেন- একই এলাকার তছলিম উদ্দিন ও তার ছেলে সুমন, মাসুম, মারুফ এবং ঝুমুর, কাঞ্চন, আরজু, শিউলি আক্তার ও মিম। তারা একই বাড়ির বাসিন্দা।
মামলা থেকে জানা গেছে, জমি নিয়ে মজিদের সঙ্গে তার বড় ভাই তছলিমের পরিবারের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে বিভিন্ন সময় মজিদের পরিবারের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিকবার অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি।
সবশেষ বৃহস্পতিবার তছলিমসহ তার পরিবারের লোকজন দেশি অস্ত্র নিয়ে মজিদ ও তার মেয়েদের ওপর হামলা চালায়। এতে মজিদের বাম হাত, বাম পা এবং মুখ জখম হয়। বাধা দিতে গেলে তার মেয়ে আমেনা ও তানজিনাকেও জখম করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাদী আমেনা আক্তার বলেন, “ঘটনার পর থেকে আসামিরা হুমকি দিয়ে যাচ্ছে। মামলা করলে আমাদেরকে হত্যা করা হবে; যা রেকর্ড করা আছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কথা বলতে তছলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু হানিফ বলেন, তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।