Published : 01 Mar 2025, 04:43 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান ক্ষেত থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরার ভিটা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নাগেশ্বরী থানা ওসি রেজাউল করিম রেজা জানান।
নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।
ওসি রেজা বলেন, “রাস্তার পাশে ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। চালক বেলাল ও ব্যাটারিচালিত ইজিবাইক ফুলবাড়ী থেকে ওই এলাকায় নিয়ে আসা হয়েছে।
“তবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আসল ঘটনা বলা যাবে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।