Published : 02 Jun 2025, 07:25 PM
উজানের ঢল ও ভারি বর্ষণে হঠাৎ তিস্তার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে।
জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বাদাম, ভুট্টা, পাট ও কাঁচ-পাকা ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও ফসল পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিস্তায় পানি আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
কৃষকদের অভিযোগ, ফসল ঘরে তোলার সময় হঠাৎ পানি বাড়ায় অনেকটা অসহায় হয়ে পড়েছেন তারা। কেউ কেউ নৌকা নিয়ে জমি থেকে ফসল উদ্ধারের চেষ্টা করছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হচ্ছে না।
মহিষখোচার গোবর্ধন এলাকার কৃষক আব্দুল হামিদ বলেন, “আমার দুই একর জমিতে ভুট্টা ছিল। কাটারও সময় হয়েছিল, কিন্তু হঠাৎ পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। এখন আর কিছুই করার নাই।”
আরেক কৃষক হাসান আলী বলেন, আর ১৫ থেকে ২০ দিন সময় পেলেই বেশিরভাগ ফসল ঘরে তুলতে পারতেন তিনি। হঠাৎ বন্যায় অনেক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইখুল আরিফিন বলেন, “ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এবারের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ এই বন্যা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।”
তিস্তার পানি বৃদ্ধি নিয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি বলেন, শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর প্রতিরক্ষা কাজ সম্পন্ন করা হয়েছে।
তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন তিস্তায় পানি আরও কিছুটা বাড়তে পারে বলে জানান সুনীল কুমার।