Published : 02 Jan 2025, 11:05 PM
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পটুয়াখালী কারাগার কর্তৃপক্ষ। পরে তাদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয় বলে পটুয়াখালী কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান।
১৬ অক্টোবর মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে ৩১ জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়।
কোস্ট গার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ সাংবাদিকদের বলেন, দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে কারাগার থেকে ৩১ জেলেকে মুক্তি দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট সাকির জানান, দুটি ট্রলার চলাচল উপযোগী করে আগামী দুই-একদিনের মধ্যেই জেলেদের আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ সময় পর্যন্ত জেলেরা কোস্ট গার্ডের হেফাজতে থাকবে।