Published : 23 Nov 2024, 06:56 PM
নরসিংদীর রায়পুরায় কৃষিজমি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
নিহত কামরুজ্জামান (২২) উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় মাঠে থাকা বৈদ্যুতিক মোটর কিংবা তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লোচনপুরা-বোয়ালমারা পেঁয়াজ খেতে বৈদ্যুতিক খুঁটির পাশে তার কাটার মেশিন, হাত প্লায়ার্স ও লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে জনতা ভিড় জমান।
নিহতের স্বজনরা গিয়ে পরিচয় সনাক্ত করেন। পুলিশি ঝামেলা এড়াতে দ্রুত লাশ বাড়ি নিয়ে যান তারা।
বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার এসআই মো. শফিউল্লাহ বলেন, সুরতহালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তার মৃত্যুর রহস্য নিয়ে কাজ করছে পুলিশ।