Published : 22 Feb 2025, 10:48 PM
সংস্কারের কালক্ষেপণে দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে অনতিবিলম্বে নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার খোকন বলেন, “সংস্কারের সুপারিশ করা হয়েছে সেজন্য ধন্যবাদ। আর সংস্কারের দরকার নেই আমাদের। আপনাদের সংস্কারে আশেপাশের অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংস্কারের কালক্ষেপণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“আজকে বাংলাদেশে আইন-শৃঙ্খলা অবনতি হচ্ছে- সরকার পারছে না, আমরা সবাই চেষ্টা করছি, তাও পারছি না। তাই এ বছরের মধ্যেই নির্বাচন করতে হবে।”
শনিবার বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, “তারেক রহমান যাতে এদেশের প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য অনেকেই ষড়যন্ত্র করছে। যত ষড়যন্ত্র হোক না কেন, লাভ নেই। জনগণ ষড়যন্ত্রের মোকাবেলা করবে।
“তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবেন। তারেক রহমানকে এত ভয় কেন? সরকারের কোন উপদেষ্টা কি তারেক রহমানকে ভয় পায়? অন্যান্য দল কি তাকে ভয় পায়? “
তিনি আরও বলেন, “তবে তারেক রহমানকে ভয় পাওয়ার আছে। কারণ তারেক রহমান হচ্ছেন সৎ নেতা।”
কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কুমিল্লা উত্তর জেলার সাতটি উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিত হন। এতে সমাবেশটি জনসভায় পরিণত হয়।
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন কমান্ডার, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন, চান্দিনা পৌর বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আশরাদ।