Published : 24 Feb 2025, 10:01 PM
সারাদেশের চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামের বাসিন্দা ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৫৪), জীবননগরের রায়পুর গ্রামের বাসিন্দা ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফি আলম (৫০), দর্শনা রামনগর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী মো. রাসেল (২৪), দামুড়হুদার কাদিপুর গ্রামের বাসিন্দা ও দামুড়হুদা ৭ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলাম (৪৫), আলমডাঙ্গার চিলাভালকী গ্রামের বাসিন্দা ও নাগদাহ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শওকত আলী (৫৭) এবং একই এলাকা ও ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মক্কেল আলি (৫৭)।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার কনক বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলার পাঁচটি থানার দায়ের করা বিভিন্ন মামলার আসামি তারা।
পরে তাদের ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।