Published : 20 May 2025, 05:14 PM
পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে তালা দিয়ে প্রশাসনিক, দাপ্তরিকসহ সব কার্যক্রম বন্ধ করল শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে তারা ইনস্টিটিউট বন্ধের ঘোষণা দেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
শিক্ষার্থীরা জানান, দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হল- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষক নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন, ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য টিউশন ফি ও শিক্ষকদের নূন্যতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।
এ ছাড়া, আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম না চালানোর জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাব্বির আহসান, শ্রাবন্তি মণ্ডল, রাকিবুল ইসলাম, নাজমুল ফেরদৌস, মেহেদি হাসান মিঠু, জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।