Published : 13 Jul 2024, 12:36 PM
সিরাজগঞ্জ শহরে মধ্যরাতে ঘোরাঘুরি করার সময় তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা বর্তমানে সদর থানা হেফাজতে আছে।
তাদের মধ্যে কেউ ঢাকার কমলাপুর এবং টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে সিরাজগঞ্জে এসে নামে বলে ভাষ্য পুলিশের।
শুক্রবার রাত দেড়টার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম।
শিশুরা হলো- ঢাকার হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলির শিশুপার্ক সংলগ্ন রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১২), সবুজবাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর গলি এলাকার মমতাজ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৩) এবং টাঙ্গাইল সদরের কাশিপুর গ্রামের সবুজ আলীর ছেলে মো. জিসান (১০)।
উদ্ধার হওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে ওসি সিরাজুল ইসলাম জানান, ঢাকার কমলাপুর থেকে দুই শিশু এবং টাঙ্গাইল থেকে এক শিশু ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে উঠে শুক্রবার রাতে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এসে নামে।
“পরে তারা স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। রাত দেড়টার দিকে বিষয়টি টহল পুলিশের নজরে আসলে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঠিকানা এবং কমলাপুর ও টাঙ্গাইল থেকে নিজেদের ইচ্ছায় ট্রেনে উঠেছিল বলে জানায়। তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে।”
অভিভাবকদের সন্ধান চলছে; পাওয়া গেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।