Published : 23 Dec 2024, 06:37 PM
যখনই নির্বাচন হোক না কেন বিএনপিই বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
তিনি বলেছেন, “অনেকেই মনে করেন, ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। ভোট যত পিছানো যায় চেষ্টা করি। তিন মাস, ছয় মাস, নয় মাস ও এক বছর নির্বাচন পিছিয়ে কোনো লাভ নেই। আগামীতে যখনই নির্বাচন হবে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।”
সোমবার দুপুরে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। মানুষের মৌলিক অধিকার ছিল না, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও ছিল না। মানুষ বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকত। ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করেনি। যদি করত তাহলে গত ১৫ বছর আগের মতোই নির্যাতনের পথ বেছে নিত না।”
আব্দুস সালাম বলেন, “বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আওয়ামী লীগসহ সমমনা দলগুলো। আর আরেক পক্ষ জাতীয়তাবাদী শক্তি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। তাই দেশকে বাঁচাতে হলে সবাইকে বিএনপির পতাকাতলে আসতে হবে। ভারত পেঁয়াজ ও আলু বন্ধ করল কি-না সেটা ভেবে লাভ নেই। আগামীতে আমরা ভারত থেকে কোনো কিছুই আমদানিই করব না। ভারতীয় আধিপত্যবাদের দালালি যদি না করি কারো কাছে আমাদের হাত পাততে হবে না।”
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনেক ধৈর্য ধরেছেন; আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। আবার এইটা মনে করবেন না যে, আন্দোলন শেষ হয়ে গেছে। বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু এখনো আছে। বিএনপিকে আসতে দিতে চায় না কারণ, বিএনপি আসলেই এই দেশের মানুষের উন্নয়ন হবে। অর্থনীতিতে বিরাট একটা পরিবর্তন হবে।”
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।